আপনে বাংলাদেশেই আছেন। বিদেশ থেকে ফিরে বাংলাদেশেই থাকেন। বাংলাদেশের শ্রমিক নিয়ে কথা বলতে চান। বাংলাদেশের কৃষক নিয়েও কথা বলতে চান। বাংলাদেশে...

ভাষা নিয়ে কিছু কথা - আজফার হোসেন

11:59 PM Editor 0 Comments

আপনে বাংলাদেশেই আছেন। বিদেশ থেকে ফিরে বাংলাদেশেই থাকেন। বাংলাদেশের শ্রমিক নিয়ে কথা বলতে চান। বাংলাদেশের কৃষক নিয়েও কথা বলতে চান। বাংলাদেশের নির্যাতিত নারীদের নিয়েও কথা বলতে চান। বলেনও। অবশ্যই বলতে হবে। সবাই মিলেই বলতে হবে। কেন নয়? কিন্তু একটা বাক্যও আপনি তাদের পক্ষে তাদের ভাষায় লিখতে পারেন না। বাংলা ভাষা শেখার বিষয়ে আপনার কোনো আগ্রহও নাই। বাংলা ভাষা ছাড়া বাংলাদেশের অন্য কোনো ভাষা শেখাতেও আপনার কোনো আগ্রহ নাই। তাহলে ইংরেজি-ই আপনার একমাত্র মূলধন! আমি মোটেই ভাষাভিত্তিক 'শোভিনিজিম'-এর পক্ষে নই। আমি মোটেই ইংরেজি ভাষা শেখার বিপক্ষে নই। আমি নিজেই ইংরেজিতেও লিখে থাকি। কিন্তু বাংলাদেশে থেকেই আপনি কোন্ ভাষায় লিখছেন বা বলছেন আর কোন্ ভাষা বর্জন করে চলেছেন, তা মোটেই রাজনৈতিক বা আদর্শিকভাবে নিরীহ বিষয় নয়।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.