এই 'ঐতিহাসিক' ছবিটা আসলেই অনেক কথা মনে করিয়ে দেয় || আজফার হোসেন
১৯৯৪ সাল। মিছিলের প্রথম সারিতে বাঁ থেকে আমি, সিরাজুল ইসলাম চৌধুরী, ফয়েজ আহমদ, শামসুর রাহমান, পান্না কায়সার, সৈয়দ শামসুল হক। দ্বিতীয় সারিতে বাঁ থেকে আব্দুল মতিন খান, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, হুমায়ুন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস ও বদরুদ্দীন উমর। আরেকটু পেছনে আছেন আনু মুহাম্মদও। বাঙলাদেশ লেখক শিবিরের উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়েছিল।
0 comments:
Note: Only a member of this blog may post a comment.