যে-কবি আসলেই শব্দ-শ্রমিক, সেই কবি কখনই দুনিয়ার যে-কোনো প্রান্তের কোনো শ্রমিককে অবহেলা এবং অপমান করতে পারে না। হে চাঁদ আর ফুল আর 'প্রেম&...

শব্দ-শ্রমিক || আজফার হোসেন

8:35 AM Editor 0 Comments

যে-কবি আসলেই শব্দ-শ্রমিক, সেই কবি কখনই দুনিয়ার যে-কোনো প্রান্তের কোনো শ্রমিককে অবহেলা এবং অপমান করতে পারে না। হে চাঁদ আর ফুল আর 'প্রেম'-এর কবি! বলেন তো দেখি, আপনার কলমের নিব কে তৈরি করেন? আপনার কালি আসে কোত্থেকে? আর আপনার আস্ত কলমটাই? কবি, কোত্থেকে আসে আপনার রিবন? আর আপনার পুরা ল্যাপটপটাই? পাতায় পাতায় আপনার ঝকঝকে হরফ-উপমা-রূপক উৎপাদনের পেছনে অন্যের গতরের শ্রম, ঘাম, এমনকি রক্ত ঝরানোর যে নির্মম ইতিহাস আছে, তা যদি আপনার অনুভূতি আর অভিজ্ঞতায় গ্রথিত না হয় কবি, আপনার লাইনগুলো কেবল ফাঁপাই হবে না, বিশ্বাসঘাতকও হবে। আর "রেমিটেন্স-এর গল্প"? গল্প? কবি, তা তো গল্প না; তা ঘাম-শ্রম-রক্ত-ভেজা বাস্তবতা। তাকে নিছক 'গল্প' বলে উড়িয়ে দেয়ার আরেক নাম পৃথিবীর সমস্ত শ্রমিক আর এমনকি সমস্ত মহৎ কবিতাকেও অপমান করা।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.