তথাকথিত মার্কসবাদীদের সম্পর্কে এই ধারণাটা জারি আছে যে, তাঁরা নাকি বিপ্লব সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসবেন না--তাঁরা হাসেন না, হাসান না, এমনকি...

রসিক মার্কসবাদীর একটি বইঃ কিছু প্রসঙ্গ

7:17 PM Editor 0 Comments


তথাকথিত মার্কসবাদীদের সম্পর্কে এই ধারণাটা জারি আছে যে, তাঁরা নাকি বিপ্লব সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসবেন না--তাঁরা হাসেন না, হাসান না, এমনকি অন্যকে হাসতে দেখলে নাট্যকার ব্রেখট্-এর বরাত দিতে কসুর করেন নাঃ "এখনও যে হাসছে সে খারাপ সংবাদটি পায় নাই।" তবে যাঁরা রসিক মার্কসের প্রধান কাজগুলোর সঙ্গে পরিচিত, তাঁরা জানেন তাঁর রসবোধ এবং কৌতুকবোধ কত তীক্ষ্ণ ছিল। কালো মার্কসবাদী তাত্ত্বিক ও বিপ্লবী সি. এল. আর জেইমস্ বলেছিলেনঃ "মার্কস খুবই রসিক মানুষ, খুব গভীরভাবে দারুণ রসিক।" তো, পড়ছি এক মার্কসবাদী সাহিত্য- ও সংস্কৃতি-সমালোচক টেরি ঈগেলটন্ -এর সর্বশেষ বই _হিউমার_ (ইয়েল ইউনিভার্সিটি প্রেস, ২০১৯)। অনেক দিন এই রকম মজার বই পড়ি নাই। হাসির দেহতত্ত্ব, গতিতত্ত্ব, জ্ঞানতত্ত্ব, সমাজতত্ত্ব, সাহিত্যিক ও নান্দনিক মূল্যসহ হাসির রাজনীতি নিয়ে তুমুল হাস্যরসাত্মক আলোচনা করেছেন রসিক ঈগেলটন্। বইটিতে হাসি ও হাস্যরসের তত্ত্বায়ন প্রসঙ্গে পশ্চিমা দার্শনিক ও সাহিত্যিকদের বিস্তর উল্লেখ আছে--দেকার্ত, কান্ট, হেগেল, ফ্রয়েড, জেমস্ জয়েস্, স্যামুয়েল বেকেট্ ইত্যাদি (তাঁর নিজের বৌয়ের বিশিষ্ট পাদ-মারামারি আর সঙ্গমের বিশেষ অভিজ্ঞতা নিয়ে তাঁর বৌকেই লেখা জেমস্ জয়েসের সরস চিঠিগুলোর কথা মনে পড়ছে)। তবে ঈগেলটন্ মহাশয় এখনও আমাদের গোপাল ভাঁড় কিংবা বীরবলের সাক্ষাৎ পান নাই। যাই হোক, ঈগেলটন্ -এর ওই বইটাতে হাসি কত প্রকার ও কি কি তা নিয়েও বেশ কিছু স্পেস ধরে আলোচনা আছে। সেই আলোচনার রেশ ধরে এবং তার জোগানো ইন্ধনে আমি নিজেই হাসির একটা (অবশ্যই অসম্পূর্ণ) ফর্দ বন্ধুদের ও আগ্রহীদের কাছে পেশ করছি, যাতে তাঁরা এই ফর্দকে আরও লম্বা করতে পারেনঃ অট্টহাসি, মুচকি হাসি, মিষ্টি হাসি, বাঁকা হাসি, ত্যাড়া হাসি, চোরা হাসি, চোখা হাসি, শুকনা হাসি, চঞ্চল হাসি, খাইশটা হাসি, তেতো হাসি, কষা হাসি (কিছু কিছু বুদ্ধিজীবীর মধ্যে দেখা যায়), তিক্ত হাসি, রোম্যান্টিক হাসি, কষ্টের হাসি, অবজ্ঞার হাসি, উল্লাসের হাসি, বিজয়ের হাসি, বিজ্ঞের হাসি, ভয়ের হাসি, হো হো হাসি, খলখল হাসি, খিলখিল হাসি, ক্যালানো হাসি, দাঁতালো হাসি, ধরা-খাওয়া হাসি, শয়তানি হাসি, অহেতুক হাসি এবং ডোল্যান্ড, থুক্কু, ডোনাল্ড ট্রাম্প-এর হাসি।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.