"কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু এই ব...

কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা || ডঃ আজফার হোসেন

9:45 PM Editor 0 Comments

"কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু এই বহুমুখী প্রতিভার শিল্পকৃতির যথাযথ মূল্যায়ন বা সমাদর যে হয়নি, এই কথাটা স্পষ্ট হয়ে গেল ২৪ মার্চ আটলান্টার জর্জিয়া টেক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সারাদিনব্যাপী সাহিত্য ওয়ার্কশপে।

ওয়ার্কশপের শিরোনাম: কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টি: বৈচিত্র ও আন্তর্জাতিকতা। বক্তা মিশিগ্যান অঙ্গরাজ্যের গ্র্যাণ্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজফার হোসেন। আয়োজক অনলাইন বইপ্রেমীর সংগঠন বইয়ের হাট (boierhut.com/group) ও জর্জিয়া টেক বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন।

0 comments:

Note: Only a member of this blog may post a comment.